সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তানজিন স্টোর নামে ওই দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা।
তানজিন স্টোরের সত্বাধিকারী মতছির আলী বাংলানিউজকে বলেন, রোববার (২৬ ফেব্রুয়ারি) কতিপয় যুবক খেলার নামে মোটা অংকের চাঁদা দাবি করে।
এ সময় তারা ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলেও জানান মতছির আলী।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনইউ/এএটি/এমজেএফ