সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবনী চাকমা এ জরিমানা করেন।
অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- উপজেলা আইরন গ্রামের ইয়াকুব আলী (৪০) ও বিড়ালজুরি গ্রামের পনির (৩৫)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বাংলানিউজকে জানান, উপজেলা সদরের বাজারে জাটকা বিক্রি করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই দুই জাটকা বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের জরিমানা করেন।
পরে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি/এসআই