সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রাশিদুল হক।
এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন-হাটকালুপাড়া সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুস শুকুর সরদার, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, বান্দাইখাড়া বাজার বণিক সমিতির সভাপতি নবাব আলী, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল আজিজ প্রাং প্রমুখ।
অনুষ্ঠানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা মাদক ব্যবসা ও সেবন না করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যেককে একটি করে লুঙ্গি ও রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শপথ বাক্য পাঠ করান।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি