সোমবার (২৭ ফেব্রুয়ারি) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। নিপা আক্তার বরিশাল নগরের দপ্তরখানা এলাকার শেখ মো. আলীর স্ত্রী।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দপ্তরখানা এলাকার ঘোষ গলিতে নিপা আক্তারের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এঘটনায় আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির এটিএসআই এনামুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
একই বছরের ২৯ ডিসেম্বর বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই গোলাম কবির আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএস/এনটি