ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বরিশালে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

বরিশাল: বরিশালে মাদক মামলায় নিপা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। নিপা আক্তার বরিশাল নগরের দপ্তরখানা এলাকার শেখ মো. আলীর স্ত্রী।

আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দপ্তরখানা এলাকার ঘোষ গলিতে নিপা আক্তারের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এঘটনায় আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির এটিএসআই এনামুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

একই বছরের ২৯ ডিসেম্বর বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই গোলাম কবির আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।