রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, তৃষ্ণা আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সন্দেহের তীর তার শ্বশুরবাড়ির সদস্যদের দিকে। ফলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গলে জানা যাবে তিনি আত্মহত্যা করেছেন, না তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আপাতত থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসএস/আইএ