ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় ৪ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
ডিমলায় ৪ জুয়াড়ির কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় জুয়া খেলার দায়ে চার জুয়াড়িকে সাতদিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ী ইউনিয়নের হাসেন আলীর ছেলে হামিদার রহমান (৩২), শুটিবাড়ী বাজার এলাকার মৃত খছর মামুদের ছেলে জাহানুর ইসলাম (৩৮), দক্ষিণ খড়িবাড়ী ইউনিয়নের বাসিন্দা আহম্মদ হোসেন (৬০) ও গয়াবাড়ী ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে এনতাজুল ইসলাম (৩০)।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, বুধবার (০১ মার্চ) বিকেলে উপজেলার তেলীর বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ওই চার জুয়াড়িকে আটক করা হয়।

পরে বৃহস্পতিবার বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।