ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বগুড়ায় পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন বগুড়ায় স্কাউট সমাবেশের উদ্বোধন

বগুড়া: বগুড়ায় জেলা স্কাউটসের উদ্যোগে জিলা স্কুল ও আলতাফুন্নেছা খেলার মাঠে পাঁচ দিনব্যাপী দশম স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২মার্চ) বিকেলে ভিলেজ পতাকা হস্তান্তরের মধ্য দিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর-উর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সমাবেশের উদ্বোধন করেন।

 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. নুর-উর রহমান বলেন, স্কাউটরা উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়েসহ সব সামাজিক কু-প্রথা সমাজ থেকে বিতারিত করবে।

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে স্কাউটরা অগ্রণী ভূমিকা রাখবে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) ও বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলার সভাপতি মো. আশরাফ উদ্দিন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, ব্যবসায়ী লিয়াকত আলী, জেলা স্কাউটসের কমিশনার মো. হোসেন আলী।
 
স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক নুরুল ইসলাম।
 
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সহকারি কমিশনার নাহিয়ান আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফারজানা রহমান ও গোলাম কবির।
 

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমবিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।