বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, তৃষ্ণা আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকাবাসী জানান, বাবুলের বাড়িতে চিৎকার শুনে তারা ছুটে যান।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্তমানে তার শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তৃষ্ণার মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে তিনি আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসএস/এএ