সম্প্রতি আব্দুল কাদের খাঁন এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে কারাগারে রয়েছেন। এ অবস্থায় তার অতীত জীবনের অনেক গোপন তথ্যই বেড়িয়ে আসছে।
অভিযোগ আছে, এমপি থাকাকালীন আব্দুল কাদের খাঁন সুন্দরগঞ্জের দক্ষিণ শ্রীপুর শখের বাজার দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত করতে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন শিক্ষকদের কাছ থেকে। অথচ মাদ্রাসাটি এমপিওভুক্ত করতে তিনি কোনো কাজই করেননি। এমনকি এখন পর্যন্ত মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়নি।
আব্দুল কাদেরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এমন অভিযোগ এনে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী আব্দুল মোত্তালেব বলেন, ‘২০০৯ সালে এমপি থাকাকালীন আব্দুল কাদের খাঁন মাদ্রাসাটি এমপিওভুক্ত করতে সাড়ে ৩ লাখ টাকা নেয়। তার একান্ত সহকারী সুন্দরগঞ্জের রজ্জব আলী ও তার জামাতা প্রফেসর হাবিবুর রহমানের মাধ্যমে তার কাছে এ টাকা পৌঁছানো হয়। এরপর তার বগুড়া বাসায় গিয়ে এ বিষয়ে একাধিকবার আলাপ আলোচনাও করা হয়। তিনি মাদ্রাসাটি এমপিওভুক্ত করে দেবেন এ আশায় এখন পর্যন্ত মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়নি। ’
তিনি আরও বলেন, ‘আব্দুল কাদের খাঁন টাকা নিয়েও মাদ্রাসাটি এমপিওভুক্ত না করায় বর্তমানে ১৮ জন শিক্ষক-কর্মচারী মানবেতi জীবনযাপন করছেন। তিনি টাকা আত্মসাৎ করবেন আমরা কখনো ভাবিনি। এছাড়া অনেক বার তার জামাতা হাবিবুর রহমান ও তার বগুড়াi বাসায় টাকা ফেরৎ আনতে যাওয়া হয়। এক সময় তিনি টাকাগুলো ফেরৎ দিতেও চেয়েছিলেন। পরে টাকা চাইতে গেলে তিনি বিভিন্ন ভীতি দেখাতেন। এ কারণে এ বিষয়ে কোথাও অভিযোগও করা হয়নি। ’
একই মাদ্রাসার সহকারী শিক্ষক (বিএসসি) মোস্তাফিজার রহমান একই সূরে তাল মিলিয়ে বলেন, মাদ্রাসা এমপিওভুক্ত করা তো দূরের কথা এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলেই তিনি বিভিন্ন ভয়-ভীতি দেখাতেন। এ কারণে কয়েক বছর ধরে তার সঙ্গে এ ব্যাপারে আর যোগাযোগ করা হয়নি। ’
ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বলেন, ‘আব্দুল কাদের খাঁন প্রচুর অর্থ-সম্পদের মালিক। আব্দুল কাদের খাঁন এমপি থাকাকালীন অনেক দুর্নীতি করেছেন। সেসময় তার বিরুদ্ধে টিআর, কাবিখাসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এছাড়া দুর্নীতি দমন কমিশনে এখনও তার বিরুদ্ধে ৪টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ’
শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ূব আলী বলেন, ‘এমপি থাকাকালীন আব্দুল কাদের খাঁন বিভিন্ন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে টাকা নিয়েছিলেন। এছাড়া দক্ষিণ শ্রীপুর শখের বাজার দাখিল মাদ্রাসাটি এমপিভুক্ত করতে সাড়ে ৩ লাখ টাকা নেওয়ার বিষয়টিও আমার জানা।
** অবৈধ সম্পদের মালিক আব্দুল কাদের খাঁন
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
আরএ