ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পরীকল্পনামন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
পরীকল্পনামন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা দ্বি-প‍াক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।  

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবেই দু’দেশের মানুষের মধ্যে রয়েছে কৃষ্টি ও সাংস্কৃতিক অভিন্নতা। ভৌগলিক সীমা রেখায় দু’টি দেশ ভিন্ন হলেও বন্ধুপ্রতীম দু’দেশে জনগণের মনের সীমারেখা ভিন্ন হবার নয়।

তিনি বাংলাদেশের চলমান বিভিন্ন প্রকল্পসহ দেশের সার্বিক অর্থনীতির অগ্রগতির সূচক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ভিশন এবং তাঁর গতিশীল নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে।

ভারতীয় হাই কমিশনার বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশে অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, চলমান অগ্রগতি অব্যাহত থাকলে বাংলাদেশ এ অঞ্চলের অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।