এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবেই দু’দেশের মানুষের মধ্যে রয়েছে কৃষ্টি ও সাংস্কৃতিক অভিন্নতা। ভৌগলিক সীমা রেখায় দু’টি দেশ ভিন্ন হলেও বন্ধুপ্রতীম দু’দেশে জনগণের মনের সীমারেখা ভিন্ন হবার নয়।
তিনি বাংলাদেশের চলমান বিভিন্ন প্রকল্পসহ দেশের সার্বিক অর্থনীতির অগ্রগতির সূচক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ভিশন এবং তাঁর গতিশীল নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে।
ভারতীয় হাই কমিশনার বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশে অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, চলমান অগ্রগতি অব্যাহত থাকলে বাংলাদেশ এ অঞ্চলের অনুকরণীয় দৃষ্টান্ত হবে।
বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
জেডএম/