ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উচ্চ শিক্ষায় গৌরবের জায়গা শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
উচ্চ শিক্ষায় গৌরবের জায়গা শাবিপ্রবি শাবিপ্রবিতে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দেশের উচ্চ শিক্ষায় গৌরবের জায়গা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্বাধীন বাংলাদেশে প্রথম প্রজন্মের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে শাবি। এ বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালে চালু হওয়া গবেষণা কেন্দ্র এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে দুইদিনব্যাপী ৪র্থ বার্ষিক গবেষণা সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ঘণ্টাব্যাপী বক্তব্যে মন্ত্রী বলেন, শাবিপ্রবি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুসন্ধানে দেশের ২য় সেরা গবেষণা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।

এ অর্জন আমাদের সবার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূ‍ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমদ মজুমদার, পূবালী ব্যাংকের এমডি হালিম চৌধুরী, ড. জাকির হোসেন, অধ্যাপক মনজুর রশিদ প্রমুখ।

এবছর ‘উপাচার্য পদক-২০১৬’ লাভ করেন রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সোবহান এবং অধ্যাপক ড. মো. আবুল হাসনাত।

অনুষ্ঠানে হাফিজ আহমেদ মজুমদার তার ‘হাফিজ মজুমদার ট্রাস্ট’ থেকে দুই গবেষককে ১ লক্ষ টাকা পুরস্কার দিয়ে প্রতি বছর সেরা গবেষকদের এ অনুদান অব্যাহত রাখার ঘোষণা দেন। পূবালী ব্যাংকের বার্ষিক অনুদান ২৫ লাখে বৃদ্ধির সুপারিশ করবেন বলেও ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।