ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ৫০ বস্তা কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
ভোলায় ৫০ বস্তা কারেন্ট জাল জব্দ কারেন্ট জালের ফাইল ফটো

ভোলা: অবৈধভাবে জাল মজুদকালে ৫০ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। বৃহস্পতিবার রাত ১১টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজার থেকে এসব জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার বোরহানউদ্দিন এবং গোয়েন্দা কর্মকর্তা রেদোওয়ান হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়।

এ সময় উলানিয়া বাজারে বেশ কয়েকটি গোডাউন থেকে ৫০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার এসব জাল পুড়িয়ে নষ্ট করে দেয়া হবে বলে কোস্টগার্ড জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।