ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের লাকুটিয়া বাজারে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বরিশালের লাকুটিয়া বাজারে অগ্নিকাণ্ড

বরিশাল: বরিশালের লাকুটিয়া বাজারে আগুন লেগে দু’দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (০২ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে বাবুল স্টোর্স থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী তপন টেইলার্সে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে স্থানীয়দের দাবি, এটা অগ্নিকাণ্ড নয়, একদল চোর রাতে দোকানপাটে চুরি করতে এসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
 
লাকুটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
 
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল কালাম বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থলে রাতভর পুলিশ সদস্যরা ছিল।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।