স্থানীয়রা জানায়, রাতে বাবুল স্টোর্স থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী তপন টেইলার্সে ছড়িয়ে পড়ে।
তবে স্থানীয়দের দাবি, এটা অগ্নিকাণ্ড নয়, একদল চোর রাতে দোকানপাটে চুরি করতে এসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
লাকুটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল কালাম বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থলে রাতভর পুলিশ সদস্যরা ছিল।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমএস/আরবি