ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেম আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেম আটক নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেম আটক

ঢাকা: নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা মাওলানা আবুল কাশেমকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, নব্য জেএমবিতে যোগ দেওয়ার আগে আবুল কাশেম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির এক অংশের আমিরের দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (০৩ মার্চ) সকাল ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।