ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে শ্যুটার গানসহ ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
কেরানীগঞ্জে শ্যুটার গানসহ ২ যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে শ্যুটার গানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৩ মার্চ) সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (০২ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া শমসের পুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দু’যুবক হলেন- সোহেল (২০) ও জালাল (২৬)।

এসআই মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চুনকুটিয়া শমসের পুল এলাকায় এলাকায় অভিযান চালিয়ে শ্যুটার গানসহ ওই দু’যুবককে আটক করা হয়।

এ ঘটনায় আটক দু’যুবকের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।