ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৩০ হাজার ডলার জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বেনাপোল সীমান্তে ৩০ হাজার ডলার জব্দ বেনাপোল সীমান্তে ৩০ হাজার ডলার জব্দ-ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হওয়ার সময় ২৯ হাজার ৯০০ ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে এ ডলারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পথে বৈদেশিক মুদ্রার একটি চালান ভারতে পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। একপর্যায়ে বাইসাইকেল চালিয়ে এক যুবক ভারত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে বিজিবি। এসময় তিনি সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি হাত ব্যাগের মধ্য থেকে ২৯ হাজার ৯০০ ইউএস ডলার পাওয়া যায়।

২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় বাংলানিউজকে জানান, আটক মুদ্রা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এজেডএইচ/আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।