শুক্রবার (০৩ মার্চ) সকাল ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিঞ্চি নদী থেকে এ জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের পেটি অফিসার শফিকুর রহমান বাংলানিউজকে জানান, সুন্দরবনে নিরাপত্তায় টহল দেওয়ার সময় কালিঞ্চি নদী থেকে তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, শুক্রবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকা থেকে কাটা নিষিদ্ধ গরাণ কাঠ বোঝাই একটি নৌকা জব্দ করেছে বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশনের সদস্যরা।
তবে কাঠ পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বাংলানিউজকে জানান, গরাণ কাঠ ভর্তি নৌকা জব্দের ঘটনায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরবি/বিএস