ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

২৪ আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেলো প্রিজনভ্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
২৪ আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেলো প্রিজনভ্যান উল্টে যাওয়া প্রিজনভ্যান

ঢাকা: রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় সাতরাস্তা মোড়ের কাছে ২৪ আসামিসহ একটি প্রিজনভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (০৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় প্রিজন ভ্যানটি উল্টে যায়।

তবে ভ্যানের ২৪ আসামির সবাই অক্ষত রয়েছেন।  
 
জানা যায়, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদেরকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হচ্ছিলো। দুর্ঘটনার পর অন্য একটি প্রিজন ভ্যানে তাদের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। উল্টে যাওয়া ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
 
ওসি আরো জানান, ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।