শুক্রবার (০৩ মার্চ) সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বুড়িগঙ্গার ২৮ কিলোমিটারের মধ্যে ১০টি স্পটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নদীর তীরে নেমে নদ-নদী রক্ষার আকুতি জানিয়ে নদীপ্রাণ বিশেষজ্ঞ প্রকৌশলী এনামুল হক বলেন, উন্নয়ন আর উন্নয়ন বলে চিৎকার করছি।
তিনি আরও বলেন, নদী রক্ষার আন্দোলনে যখন সব শ্রেণিপেশার মানুষ অংশ নেবে, তখনই স্বার্থক হবে এ আন্দোলন।
এসময় বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠনও এ মানববন্ধনে যোগ দেয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ টিপু, নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক ডা. বুরহান উদ্দিন, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মুক্তা পারভীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসএ/ওএইচ/এসএইচ