ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে বাল্য বিয়ের হার ৬৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বাংলাদেশে বাল্য বিয়ের হার ৬৬ শতাংশ

ঢাকা: বাংলাদেশে বাল্য বিয়ের হার ৬৬ শতাংশ বলে জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শুক্রবার (০৩ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে "বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭" এর বিশেষ বিধান বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ তথ্য জানান সংগঠনের সদস্য মুক্তা বাড়ৈ।


তিনি বলেন, বাংলাদেশে ১৫ বছর বয়স হওয়ার আগেই ৩৯ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়।

১৮ বছরের নিচে ৭৪ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। বাংলাদেশে বাল্য বিয়ের গড় হার ৬৬ শতাংশ। এই বিবেচনায় বাল্য বিয়ের হারে শীর্ষে বাংলাদেশ। ৯৯ শতাংশ বাল্য বিয়েই বাবা-মা’র সম্মতিতে হয়ে থাকে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন-  সংগঠনের সাধারণ সম্পাদক শম্পা বসু,  সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, আইনজীবী খাদিজা বেগম খুকী।

বক্তারা "বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭" এর বিশেষ বিধান বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইউএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।