ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
গোমস্তাপুরে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নির্মাণাধীন একটি ফুড কারখানার বয়লার বিস্ফোরণে কাউসার (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ফারুক নামে অপর এক শ্রমিক।

শুক্রবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

নিহত কাউসার একই জেলার ভোলাহাট উপজেলার পঞ্চানন্দপুর গ্রামের মোসাদ্দেকের ছেলে।

আহত ফারুকের বাড়ি খুলনা জেলায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন কামাল বাংলানিউজকে জানান, সকালে উপজেলার লালাপুর গ্রামে নির্মাণাধীন ফিডআপ অ্যাগ্রো ফুড কোম্পানির বয়লার পরীক্ষা করার সময় তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কাউসার নিহত হন। আহত হন ফারুক।

আহত ফারুককে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।