শুক্রবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
নিহত কাউসার একই জেলার ভোলাহাট উপজেলার পঞ্চানন্দপুর গ্রামের মোসাদ্দেকের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন কামাল বাংলানিউজকে জানান, সকালে উপজেলার লালাপুর গ্রামে নির্মাণাধীন ফিডআপ অ্যাগ্রো ফুড কোম্পানির বয়লার পরীক্ষা করার সময় তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কাউসার নিহত হন। আহত হন ফারুক।
আহত ফারুককে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরবি/জেডএস