ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাটের সাজে সেজেছে রাজধানী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
পাটের সাজে সেজেছে রাজধানী পাটের সাজে সেজেছে রাজধানী

পাটের সাজে সেজেছে রাজধানী ঢাকা। সোনালী আঁশের সোনালী অতীত ফিরিয়ে আনতে সরকার এবার আয়োজন করেছে জাতীয় পাট দিবস ২০১৭। ৬ মার্চ দেশজুড়ে দিবসটি উদযাপন করা হবে।

রাজধানী ঢাকায় তিনদিন ব্যাপী বহুমুখী পাটজাত পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। আর সে লক্ষে রাজধানী সেজেছে পাট ও পাটজাত নানা পণ্যে।

সড়কদ্বীপগুলোকে দেওয়া হয়েছে পাটের সাজ। রাস্তার দুধারে এখানে ওখানে পাটের নানা কারুকাজ।  

যা উঠে এসেছে বাংলানিউজের ক্যামেরায়।  

প্রিয় পাঠক, বিশ্বে যত উৎপাদন তার ৩৩ শতাংশই বাংলাদেশে। একটা সময় ছিলো যখন পাটই ছিলো প্রধান রপ্তানিপণ্য। কাঁচা পাটের ২৯ শতাংশ আর পাটজাত পণ্যের ৭৯ শতাংশ রপ্তানি হয়। বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রের হিসাবে বিংশ শতাব্দীর ৭০ এর দশকে দেশে ১০ থেকে ১২ লক্ষ হেক্টর জমিতে পাটের চাষ হতো আর তাতে ৬০ লক্ষ বেইল পাট উৎপাদন হতো। ৮০’র দশকে পাট উৎপাদন কমতে শুরু করে। এসময় ৫ লাখ হেক্টর জমিতে পাট চাষ হতো। তবে পাটের উন্নত বীজ আবিষ্কারসহ অন্যান্য কারণে সেসময়েও ৫০ লাখ বেইল পাট উৎপাদন হতো। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে পরে এই উৎপাদন আরও বাড়লো। এই দশকের গোড়ার দিকে দেশে ৮০ লক্ষ বেইল পাট উৎপাদিত হতো আর তা চাষ হতো ৮ লক্ষ হেক্টর জমিতে। আগের বছরগুলোর তুলনায় তা ৩০ শতাংশ বেশি ছিলো।  

পাটকে আবার জনপ্রিয় করে তুলতে চায় সরকার। বিশ্বের কাছে বাংলাদেশের পাটকে আর পাটজাত পণ্যকে সমাদৃত করে তুলতে চায়। তাই এবারের আয়োজনে স্লোগান নেওয়া হয়েছে- বাংলার পাট...বিশ্বমাত।    

বাংলাদেশ সময় ১১১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।