রাজধানী ঢাকায় তিনদিন ব্যাপী বহুমুখী পাটজাত পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। আর সে লক্ষে রাজধানী সেজেছে পাট ও পাটজাত নানা পণ্যে।
যা উঠে এসেছে বাংলানিউজের ক্যামেরায়।
প্রিয় পাঠক, বিশ্বে যত উৎপাদন তার ৩৩ শতাংশই বাংলাদেশে। একটা সময় ছিলো যখন পাটই ছিলো প্রধান রপ্তানিপণ্য। কাঁচা পাটের ২৯ শতাংশ আর পাটজাত পণ্যের ৭৯ শতাংশ রপ্তানি হয়। বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রের হিসাবে বিংশ শতাব্দীর ৭০ এর দশকে দেশে ১০ থেকে ১২ লক্ষ হেক্টর জমিতে পাটের চাষ হতো আর তাতে ৬০ লক্ষ বেইল পাট উৎপাদন হতো। ৮০’র দশকে পাট উৎপাদন কমতে শুরু করে। এসময় ৫ লাখ হেক্টর জমিতে পাট চাষ হতো। তবে পাটের উন্নত বীজ আবিষ্কারসহ অন্যান্য কারণে সেসময়েও ৫০ লাখ বেইল পাট উৎপাদন হতো। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে পরে এই উৎপাদন আরও বাড়লো। এই দশকের গোড়ার দিকে দেশে ৮০ লক্ষ বেইল পাট উৎপাদিত হতো আর তা চাষ হতো ৮ লক্ষ হেক্টর জমিতে। আগের বছরগুলোর তুলনায় তা ৩০ শতাংশ বেশি ছিলো।
পাটকে আবার জনপ্রিয় করে তুলতে চায় সরকার। বিশ্বের কাছে বাংলাদেশের পাটকে আর পাটজাত পণ্যকে সমাদৃত করে তুলতে চায়। তাই এবারের আয়োজনে স্লোগান নেওয়া হয়েছে- বাংলার পাট...বিশ্বমাত।
বাংলাদেশ সময় ১১১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭