ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় করিমন চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় করিমন চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় করিমন চালক মনিরসহ দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে আরেকজনের নাম জানা যায়নি।

রোববার (০৫ মার্চ) সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

করিমন চালক মনির আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মিনারুল মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মনির দু’জন যাত্রী নিয়ে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই করিমন চালক মনির নিহত ও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।