ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে ১৫ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
সুবর্ণচরে ১৫ দোকান পুড়ে ছাই

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৫ মার্চ) ভোরে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের জোবায়ের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পাশ্ববর্তী সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।