ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

সিলেট: বগুড়ার তিন ইন্টার্ন চিকিৎসককে শাস্তির প্রতিবাদে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। 

রোববার (০৫ মার্চ) কর্মবিরতির দ্বিতীয় দিনেও ধর্মঘট পালন অব্যাহত রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা।  

ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

চিকিৎসকদের পরিবর্তে নার্সরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন।  

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কর্মবিরতিতে যোগ দিয়েছেন সিলেটের বেসরকারি হাসপাতাল রাগিব রাবেয়া, নর্থইস্ট, উইমেন্স মেডিকেল কলেজ হাপসাতালের ইন্টার্ন চিকিৎসকরা।  

রোববার দুপুরে এ ইস্যুতে তাদের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করার কথা থাকলেও তা কলেজের সামনে অনুষ্ঠিত হয়।   

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মুশফিকুজ্জামান আকন্দ রাফি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার করে তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখা এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদান, এ দুই দফা দাবিতে তারা কর্মবিরতি দিয়ে ধর্মঘটে পালন করছেন।  

তাদের অবর্তমানে রেজিস্টারসহ অন্যান্য চিকিৎসকরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তবে আমাদের দাবির সঙ্গে তারাও একমত পোষণ করে বলেছেন, যদি দাবি না মানা হয়, তাহলে তারাও ধর্মঘটে একাত্মতা পোষণ করবেন।  

সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডে রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন নার্সরা। দু’একটি ওয়ার্ডে চিকিৎসক পাওয়া গেলেও বেশিরভাগ ওয়ার্ডে চিকিৎসক নেই। নার্সরাই চালিয়ে যাচ্ছেন চিকিৎসা সেবা।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।