ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন নিজেও রয়েছেন সে অভিযানে।
রোববার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়।
মেয়র এ সময় পুরোনো গাড়ি আটকে নিজেই প্রতিটির ব্লু-বুক, লাইসেন্স ইত্যাদি চেক করছিলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, গত মাসে আমরা ঘোষণা দিয়েছিলাম, মার্চ মাস থেকে ২০ বছরের পুরনো যানবাহন দক্ষিণ সিটিতে চলাচল করতে পারবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী এ অভিযান শুরু হলো। যতক্ষণ পর্যন্ত পুরনো বাস, লাইসেন্স বিহীন যান থাকবে সে পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
২০ বছরের পুরনো বাস রাজধানীর সড়কে চলতে দেওয়া হবে না, সরাসরি ঘোষণা সাঈদ খোকনের।
এর আগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ তিনটি পয়েন্টে ভ্রাম্যমান আদালত বসে।
চালকদের লাইসেন্সও এই চেকিংয়ের আওতায় আনা হয়েছে।
মেয়র ঘোষণা দিয়েছেন, যে চালকদের লাইসেন্স থাকবে না তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এএম/বিএস