ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লাইসেন্স, ব্লু-বুক খুঁটে খুঁটে দেখছেন মেয়র খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
লাইসেন্স, ব্লু-বুক খুঁটে খুঁটে দেখছেন মেয়র খোকন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মেয়র সাঈদ খোকন, ছবি: রানা

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় চলছে ফিটনেসবিহীন ও পুরনো গণপরিবহন আটকের অভিযান।  আগে দেওয়া ঘোষণা অনুযায়ী ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন নিজেও রয়েছেন সে অভিযানে।
 
রোববার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়।



মেয়র এ সময় পুরোনো গাড়ি আটকে নিজেই প্রতিটির ব্লু-বুক, লাইসেন্স ইত্যাদি চেক করছিলেন।
 
মেয়র সাঈদ খোকন বলেন,  গত মাসে আমরা ঘোষণা দিয়েছিলাম,  মার্চ মাস থেকে ২০ বছরের পুরনো যানবাহন দক্ষিণ সিটিতে চলাচল করতে পারবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী এ অভিযান শুরু হলো। যতক্ষণ পর্যন্ত পুরনো বাস, লাইসেন্স বিহীন যান থাকবে সে পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।  

২০ বছরের পুরনো বাস রাজধানীর সড়কে চলতে দেওয়া হবে না, সরাসরি ঘোষণা সাঈদ খোকনের।  

এর আগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ তিনটি পয়েন্টে ভ্রাম্যমান আদালত বসে।
চালকদের লাইসেন্সও এই চেকিংয়ের আওতায় আনা হয়েছে।  

মেয়র ঘোষণা দিয়েছেন, যে চালকদের লাইসেন্স থাকবে না তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

**পুরনো গণপরিবহন বন্ধে অভিযান

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।