ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হকারদের রাস্তা অবরোধ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
হকারদের রাস্তা অবরোধ কর্মসূচি হকারদের রাস্তা অবরোধ কর্মসূচি- ছবি- রানা

ঢাকা: হকার উচ্ছেদ বন্ধ ও জাতীয় হকার নীতি বাস্তবায়নের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ হকার সংগ্রামী পরিষদ। 

রোববার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার পর হকাররা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ অবরোধ কর্মসূচি পালন করছেন।

হকারদের অবরোধ কর্মসূচির কারণে পুরানা পল্টন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধ কর্মসূচির ফলে কর্মস্থলমুখী মানুষের দুর্ভোগে পড়তে হচ্ছে।

এ সময় অবরোধ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএ/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।