রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
সুজন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট দুপুর ১২টার দিকে মেয়েটিকে ঘরে একা পেয়ে প্রতিবেশী সুজন হাওলাদার ধর্ষণ করে। এ সময় মেয়েটির বাবা বাড়িতে ফিরে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি (নারী ও শিশু) আব্দুর রাজ্জাক খান। আসামিপক্ষে সিরাজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭/আপডেট:১৩২৮
আরএ