ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইতি চাকমা হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ইতি চাকমা হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইতি চাকমা হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি: কলেজছাত্রী ইতি চাকমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা।

রোববার (৫ মার্চ) সকালে কলেজ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি চেংগীস্কোয়ার হয়ে শহরের মহাজনপাড়া এলাকায় এসে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় প্রায় আধাঘণ্টা শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সমাবেশে বক্তব্য রাখেন-খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র উৎপল ত্রিপুরা, নিঅংগ্য মারমা, ধন কিশোর ত্রিপুরা, টুটুল চাকমা, রিটন তালুকদার এবং নুশ্যাচিং মারমা।

বক্তারা অবিলম্বে ইতি চাকমা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

২৬ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হন খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইতি চাকমা। ইতি জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার কন্যা।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।