শনিবার (০৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে রোববার (০৫ মার্চ) সকালে ময়না তদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
মিলন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরানপুর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।
ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল নিয়াজি মিলনের মায়ের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, মিলন কোনো কাজকর্ম করতেন না। তবে কিছুদিন ধরে বিয়ে করার জন্য তার মাকে চাপ দেয়। মা রাজি না হওয়ায় গত রাতে অভিমান করে রান্না ঘরের আড়ার সঙ্গে গামছা পেচিয়ে আত্মহত্যা করে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এজেডএস/বিএস