কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে চার জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
রোববার (৫ মার্চ) সকাল থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে চলবে বিকেল পর্যন্ত।
জানা যায়, কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তার, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) অ্যাড. সোয়েবুর রহমান, স্বতন্ত্র মেজর (অব.) মো. মামুনুর রশীদ। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে মামুনুর রশীদ বাংলানিউজকে জানান, এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, যাছাই-বাছাইয়ে ত্রুটিপূর্ণ হওয়ায় মেজর (অব.) মো. মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
এনটি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।