কার্ডধারীরা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে পরবর্তী ২৪ মাস পর্যন্ত প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন।
রোববার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে এই কার্ড তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ।
পরে ভিজিডি কার্ডধারী নারীদের ৬০ কেজি (জানুয়ারি ও ফেব্রুয়ারি) করে চাল বিতরণ করা হয়।
প্রসঙ্গত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার ২০ হাজার ৭৬১ জন নারী ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস অর্থাৎ ২৪ মাসব্যাপী প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ