শনিবার (০৪ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। রোববার (০৫ মার্চ) সকালে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ধর্ষিতার খালাতো বোন জানায়, বনানীর একটি পোশাক কারখানায় কাজ করেন তার বোন। বেশ কয়েকদিন আগে থেকে একই এলাকার জুনায়েদসহ কয়েকজন যুবক তাকে উত্যাক্ত করে আসছিলো। এই ঘটনায় গত দুইদিন আগে বনানী থানায় একটি সাধারণ ডায়েরীও করেছে সে।
থানায় অভিযোগের কথা জানতে পেরে শনিবার রাতে জুনায়েদ, সোহাগ, রাকিব ও নায়েব আলী বনানীর বস্তিতে তার নিজের ঘরে ঢুকে তাকে গলায় উড়না পেচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রোববার সকালে বস্তির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মেয়েটি বর্তমানে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এজেডএস/এসআরএস/বিএস