রোববার (০৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবরোধ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, আমরা এই অবরোধ কর্মসূচি থেকে মেয়র সাঈদ খোকন ও সরকারকে বলে দিতে চাই, ২৯ মার্চের মধ্যে আমাদের দাবি মানা না হলে ২৯ তারিখ আমরা রাজধানী ঢাকাকে অচল করে দেব।
ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র সাঈদ খোকন হকারদের কথা না রেখে স্বার্থান্বেষী মহলের কথা রাখছেন বলে ক্ষোভ প্রকাশ করে আবুল হোসেন আরও বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে হকাররা ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাবে।
তিনি বলেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে হকার উচ্ছেদকে অবৈধ বলেছেন সেখানে সাঈদ খোকন কোন যুক্তিতে হকারদের উচ্ছেদ করছেন? মেয়র সাহেবের উদ্দেশ্য কী? আমাদের দাবি যদি না মানেন তাহলে ২৯ তারিখে ঢাকা অবরোধের জন্য মেয়র সাহেব একমাত্র আপনিই দায়ী থাকবেন!
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জাতীয় হকার ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল হাসান ও বাংলাদেশ হকার্স ইউনিয়নের সদস্য আবুল কালাম জুয়েল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএ/এমজেএফ