রোববার (৫ মার্চ) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হত্যায় অংশ নেওয়া চার কিলারের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শামছুজ্জোহাকে রোববার ভোরে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজার থেকে আটক করা হয়।
আটক শামছুজ্জোহাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।
শামছুজ্জোহা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের আবদুল জোব্বারের ছেলে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী সাবেক এমপি আব্দুল কাদের খাঁনের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন শামছুজ্জোহা।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ