ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হকারদের অবরোধে বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
হকারদের অবরোধে বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ- ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘নির্বিচারে’ হকার উচ্ছেদ বন্ধ ও জাতীয় হকার নীতিমালা প্রণয়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের ব্যানারে রোববার (৫ মার্চ) দুপুরে এই কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত কর্মসূচি চলছে।

এই অবরোধ কর্মসূচির কারণে পুরানা পল্টন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে কর্মস্থলগামী সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
অবরোধ কর্মসূচির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টিসহ কর্মস্থলগামী সাধারণ যাত্রীরা দুর্ভোগেবাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএ/এসআরএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।