রোববার (০৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে ‘জাতীয় পাট দিবস’ উপলক্ষে ‘চিত্রাঙ্কনে ক্যানভাস’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আজম বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর।
‘আশা করছি, তিন মাসের মধ্যে প্রকল্পের মাধ্যমে বড় পরিসরে কাজ শুরু হবে। পাট থেকে পরিবেশবান্ধব পলিথিন আমরা বানাবো, বিশ্ব চেয়ে দেখবে। ’
প্রতিমন্ত্রী বলেন, এক সময় পাট থেকে শুধু বস্তা, ছালা ও রশি তৈরি হতো। এখন শতশত পণ্য পাট থেকে তৈরি হচ্ছে। এ বছর এক কোটি বেলের বেশি পাট রপ্তানি হবে। আগামী মৌসুমে ১০ কোটি বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, পাট কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পদ। পাটের এক সময় সোনালী দিন ছিলো। সবাই একসঙ্গে কাজ করে পাটের সেইদিন ফেরত আনতে হবে। বছরে তিনবার যেন পাট উৎপাদন করা যায় এমন প্রকল্প হাতে নিতে হবে।
চিত্রশিল্পী হাশেম খান বলেন, পলিথিনের ব্যবহারের কারণে গ্রামে-শহরে আমাদের অনেক নদী নষ্ট হয়ে গেছে। প্রকৃতি যাতে নষ্ট না হয়, কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের পাটের ব্যবহার বাড়ানো উচিত।
পাট মন্ত্রণালয়ের সচিব গোপাল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির পরিচালক মনিরুজ্জামানসহ দেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমসি/জেডএস