ছাত্রলীগ খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের সময় সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা এসব দাবি জানান।
রোববার (০৫ মার্চ) দুপুর ১২টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধনে আরও বলেন, আমরা রাজনীতির স্বীকার। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ পর্যন্ত ৭ বার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েও অজানা কারণে অনুমোদন হয়নি। আমরা দীর্ঘ ৫-৭ বছর কেন্দ্র ঘোষিত দলীয় এবং জাতীয় সব কর্মসূচিতে অংশগ্রহণ করেও আজ ছাত্রলীগের পরিচয় দিতে পারি না।
মানববন্ধন চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে খুলনা জেলা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটি চাই লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে উপস্থিত হন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে খুলনা জেলা ছাত্রলীগ নেতা অঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে ও খুলনা জেলা ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অরিন্দম গোলদার, দাকোপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন কুমার মন্ডল, ছাত্রলীগ নেতা মিঠুন বিশ্বাস, সঞ্জয় মল্লিক, মো. আলিফুজ্জামান, মো. ওয়াহিদুজ্জামান শাওন, সৈয়দ কামাল হোসেন শাওন, জাহাঙ্গীর ফকির, মোল্লা জিতু, আদনান শরীফ সেতু, শেখ মাহমুদ হাসান তুহিন, মো. আল-আমিন শেখ, মো. রওনাকুল ইসলাম রনি, মাহমুদুল হাসান জিয়া, শশাংক রায়, ইমদাদুল হক মিলন, শেখ মাসুদ রানা, সাগর খান, শেখ নাফিজ ইকবাল নাঈম, রাসেল মাহমুদ পাপ্পু, শেখ ইয়ামিন হোসেন, শেখ ইব্রাহিম, সুরোজিত, অনিমেষ, আ. হামিদ, আন্দোলন ভদ্র, প্রণব প্রমুখ।
মানববন্ধনে খুলনা জেলা ছাত্রলীগের হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২০১২ সালের ১০ জানুয়ারি কাউন্সিল ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মো. আরাফাত হোসেন পল্টুকে সভাপতি ও মুসফিকুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করে এবং একজন কেন্দ্রীয় সদস্যসহ ১৬ সদস্যবিশিষ্ট খুলনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। তখন দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার কথা বললেও দীর্ঘ পাঁচ বছরেও পূর্ণতা পায়নি এ কমিটি।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এমআরএম/জেডএস