রোববার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বেবি খাতুন পাশের বেলগাছী গ্রামের রেজাউল করিম রেজার মেয়ে বলে জানা গেছে।
দুপুরে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্য মামলা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, বেবি খাতুন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার (০৪ মার্চ) সন্ধ্যার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
রোববার (০৫ মার্চ) সকালের দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে নদীতে জাল ফেলেন। মাছ ধরার এক পর্যায়ে জালে ওঠে আসে বেবি খাতুনের মরদেহ। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমবিএইচ/বিএস