রোববার (০৫ মার্চ) সকালে সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা মতিহার থানায় সংবাদ দেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায়।
প্রথমিকভাবে ধারণা করছে সড়ক দুর্ঘটনায় রওশান আলী লিটন মারা গেছে। নিহত লিটন মতিহারের কিসমত কুখণ্ডী এলাকার ফসিউল আলম ভাদুর ছেলে।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, ইট ব্যবসায়ী রওশন আলী লিটন শনিবার (০৪ মার্চ) রাতে ভাটা থেকে বাড়ি ফেরেননি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। নিহত লিটনের মাথায় আঘাতের চিহ্ন থাকায় পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।
ওসি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না দুর্ঘটনা। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসএস/এমজেএফ