রোববার (০৫ মার্চ) দ্বিতীয় দিনে সকাল থেকে চলছে এ কর্মবিরতি। হাসপাতালের সামনে চলছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
সমাবেশে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে কর্মবিরতি ধর্মঘটে রূপ নেবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসা সেবায় কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. লী নারায়ণ মজুমদার।
বাংলানিউজকে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন। তারাই চিকিৎসা ব্যবস্থা সচল রেখেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএএএম/এসআরএস/জেডএস