ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
মমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে মমেকে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ- ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (০৫ মার্চ) দ্বিতীয় দিনে সকাল থেকে চলছে এ কর্মবিরতি। হাসপাতালের সামনে চলছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

সমাবেশে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে কর্মবিরতি ধর্মঘটে রূপ নেবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসা সেবায় কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. লী নারায়ণ মজুমদার।

বাংলানিউজকে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন। তারাই চিকিৎসা ব্যবস্থা সচল রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএএএম/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।