ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এনবিআরের সাবেক কমিশনার নাসিরকে জিজ্ঞাসাবাদ করলো দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
এনবিআরের সাবেক কমিশনার নাসিরকে জিজ্ঞাসাবাদ করলো দুদক

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কমিশনার নাসির উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ মার্চ) বিকেল ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট দেড় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির সহকারী পরিচালক মো. সালাউদ্দিন।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কমিশনের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।


 
তিনি বলেন, এনবিআরের সাবেক এই কমিশনারকে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মোট দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ভবিষ্যতে তদন্তের স্বার্থে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
 
জানা যায়, ২০১৪ থেকে ২০১৬ সালে এনবিআর সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাই এয়ারলাইন্সে বিধিবর্হিভূতভাবে চারটি বিলাসবহুল গাড়ি আমদানি করে। এতে সরকারের ৩৪ কোটি টাকার বেশি ক্ষতি হয়। গাড়ি চারটি ছিল রোলস রয়েলস, মার্সিডিজ বেন্জ, রেঞ্জ রোভার ও ল্যান্ড রোভার মডেলের।  

প্রণব ভট্টাচার্য বলেন, এই চারটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনতে সুপারিশ করেছিলেন এনবিআরের সাবেক কমিশনার নাসির।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।