ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

৯ মার্চ কুমিল্লা সিটি নির্বাচনের আইন-শৃঙ্খলা বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
৯ মার্চ কুমিল্লা সিটি নির্বাচনের আইন-শৃঙ্খলা বৈঠক

ঢাকা: আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী প্রধান বা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
 
 

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ তার কার্যালয়ে রোববার (৫ মার্চ) বিকেলে এসব কথা বলেন।  

একই বৈঠকে প্রয়াত সংসদ সদস্য (এমপি) সুরঞ্জিত সেনগুপ্তের শূন্য আসন (সুনামগঞ্জ-২) ও এমপি লিটনের শূন্য আসনের (গাইবান্ধা-১) উপ-নির্বাচন নিয়েও আলোচনা হবে।


 
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছায়ের শেষ দিন ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩০ মার্চ।
 
সুনামগঞ্জ-২ আসনে নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রোববার (৫ মার্চ) শেষ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩০ মার্চ।

এদিকে গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন আগামী ২২ মার্চ।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।