ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ তার কার্যালয়ে রোববার (৫ মার্চ) বিকেলে এসব কথা বলেন।
একই বৈঠকে প্রয়াত সংসদ সদস্য (এমপি) সুরঞ্জিত সেনগুপ্তের শূন্য আসন (সুনামগঞ্জ-২) ও এমপি লিটনের শূন্য আসনের (গাইবান্ধা-১) উপ-নির্বাচন নিয়েও আলোচনা হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছায়ের শেষ দিন ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩০ মার্চ।
সুনামগঞ্জ-২ আসনে নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রোববার (৫ মার্চ) শেষ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩০ মার্চ।
এদিকে গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন আগামী ২২ মার্চ।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ইইউডি/জেডএস