রোববার (০৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মাহনগরীর কাজলা এলাকা থেকে সাইদুর রহমান (৪০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি এ হত্যা মামলার ৩ নম্বর আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহীর মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহাবুব আলম জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়।
বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (০৬ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্যও চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে গত শুক্রবার (০৩ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা কেডি ক্লাব পশ্চিমপাড়া এলাকায় সাবেক শ্যালকের ছুরিকাঘাতে খুন হন বিপ্লব হোসেন (২৮)।
বিপ্লব ওই এলাকার এরশাদ আলীর ছেলে। ঘটনার পর তিনজনকে আসামি করে মতিহার থানায় মামলা করেন নিহতের বড়ভাই আসাদ জামান ওরফে বুলবুল।
মামলার আসামিরা হচ্ছেন- নিহত বিপ্লবের সাবেক শ্বশুর হাবিবুর রহমান (৫০), হাবিবুরের ছেলে রনি আহমেদ (২৮) ও তাদের প্রতিবেশী সাইদুর রহমান (৪০)।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসএস/জেডএস