ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামে টিভি দেখা নিয়ে মায়ের উপর অভিমান করে মৌমিতা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

মৌমিতা স্থানীয় এম এ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ালেখা করতো।

তার বাবা কৃষক মোশারেফ শেখ জানান, শনিবার (০৪ মার্চ) রাতে পড়া বাদ দিয়ে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখছিলো মৌমিতা।

এসময় তার মা গালাগাল করলে অভিমান করে রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করে।
 
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রাগারাগির পরে রাতে হঠাৎ করেই মৌমিতাকে পাওয়া যাচ্ছিলো না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ের রাত ১২টার দিকে বাড়ির পাশে একটি ছফেদা গাছে তাকে ঝুলন্ত দেখ‍া যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

তিনি বলেন, লাশের সুরতহাল করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।   তদন্ত করে পরবর্তী ব্যবস্থা  নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।