মৌমিতা স্থানীয় এম এ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ালেখা করতো।
তার বাবা কৃষক মোশারেফ শেখ জানান, শনিবার (০৪ মার্চ) রাতে পড়া বাদ দিয়ে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখছিলো মৌমিতা।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রাগারাগির পরে রাতে হঠাৎ করেই মৌমিতাকে পাওয়া যাচ্ছিলো না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ের রাত ১২টার দিকে বাড়ির পাশে একটি ছফেদা গাছে তাকে ঝুলন্ত দেখা যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিনি বলেন, লাশের সুরতহাল করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
বিএস