ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ তার কার্যালয়ে রোববার (০৫ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকাতে স্মার্টকার্ড বিতরণ এপ্রিলেও চলবে।
বর্তমানে যেভাবে কার্ড বিতরণ চলছে এ গতি অব্যাহত থাকলে ৯ কোটি ভোটারকে কার্ড দিতে ৭ বছরের বেশি সময় লাগবে। এতো দীর্ঘ সময় কেন লাগছে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, হ্যাঁ, এটা সত্যি। এ গতিতে চললে সাত বছরের বেশি সময় লাগবে। তবে আমরা দ্রুত কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একটি হাই অ্যাম্বিশাস (উচ্চাভিলাষী) প্রকল্প। দেশের দশ কোটির বেশি মানুষকে স্মার্টকার্ড সরবরাহ করার মতো লোকবল, প্রযুক্তিগত সাপোর্ট আমাদের নেই। বর্তমানে যে অবস্থা তাতে ২০১৮ সাল নাগাদ ছাপাতেই সময় লাগবে।
সচিব বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষ সব সময় প্রান্তিক। তাই সেখানে কার্ড পৌঁছাতেও একটু সময় লাগবেই।
ফ্রান্সের কোম্পানির সঙ্গে ২০১৫ সালে ৯ কোটি নাগরিকের কার্ড তৈরি করে দেওয়ার চুক্তি করে ইসি। আর বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ১৭ লাখের মতো। এ অতিরিক্ত নাগরিকের স্মার্টকার্ড ছাপানো হবে সরকারি তহবিল থেকেই।
**১৪ উপজেলা নির্বাচনে বাড়তি সতর্কতা ইসির
**৯ মার্চ কুমিল্লা সিটি নির্বাচনের আইন-শৃঙ্খলা বৈঠক
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
ইইউডি/জেডএস