ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

চারঘাটে বাজার ও খাবারের দোকানে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
চারঘাটে বাজার ও খাবারের দোকানে জরিমানা

রাজশাহী: রাজশাহীর চারঘাটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন খাবার হোটেল, ওষুধ ও ফলের দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (০৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আল মারুফ এই অভিযান চালান।

তিনি জানান, চারঘাট বাজারের রাজ হোটেলে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা, ওষুধ ভাণ্ডারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ৩ হাজার টাকা, মায়া ফল ভাণ্ডারে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ৫শ’ টাকা, খাবার পরিবেশনে অসাস্থ্যকর পরিবেশ থাকায় সারদা হোটেলে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় সিয়াম এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং নজরুল এন্টারপ্রাইজকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভবিষ্যতের জন্য তাদের সতর্কও করা হয়।

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আল মারুফ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।