ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতন বন্ধে পুরুষদের এগিয়ে আসতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
নারী নির্যাতন বন্ধে পুরুষদের এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধনে বক্তব্য রাখছেন মেহের আফরোজ চুমকি/ছবি: রানা

ঢাকা: নারী নির্যাতন বন্ধে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি সংহিতা ও নির্যাতন দূর করতে নারী পুরুষের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

রোববার (০৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মেহের আফরোজ চুমকি বলেন, বাংলাদেশের নারীরা আজ কোন কাজটি পারে না? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পুরুষের চেয়েও নারীদের অর্জনের তালিকা বেশি। বর্তমানে নারীরা রাষ্ট্রের ছোট স্থান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিচরণ করছে। সব কাজই নারী সম্মানের সঙ্গে করে যাচ্ছে, দক্ষতার পরিচয় দিচ্ছে। তবে আমরা নারীরা পুরুষকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাই না। বরং নারী-পুরুষ সমানভাবে এগিয়ে যাবো, হাতে হাত রেখে এগিয়ে যাবো।

তিনি বলেন, বাংলাদেশে নারীরা আজ বিশ্ব দরবারে ক্ষমতায়ন ও উন্নয়নের মডেল হলেও আমরা এখন পর্যন্ত নারীর প্রতি সহিসংতা রোধ করতে পারছি না। নারীর উন্নয়নে যে বাধা সেটাকে এখনও ভালোভাবে রুখতে পারছি না।

নারীর উন্নয়নে নারী-পুরুষ সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পুরুষ যেমন নারী ছাড়া এগিয়ে যেতে পারে না তেমনি নারীও একা উন্নতি করতে পারে না। ফলে নারী-প‍ুরুষ সবাইকে একতাবদ্ধ হয়ে সমানভাবে এগিয়ে যেতে হবে। নারীর প্রতি সহিংস ও নারীকে ছোট করে দেখার মানসিকতা পরিবর্তন করতে পারলেই সমাজ এগিয়ে যাবে। নারী-পুরুষের বৈষম্য দূর হবে।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নারী ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম ও উপ-সচিব মাহবুবা নাসরিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।