ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামী ব্যাংক ঢেলে সাজানো সম্ভব নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ইসলামী ব্যাংক ঢেলে সাজানো সম্ভব নয়

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারের শেয়ার কম হওয়ায় ইসলামী ব্যাংকের কার্যক্রমকে ঢেলে সাজাতে বিশেষ পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (০৫ মার্চ) সংসদে বিরোধীদলীয় সদস্য সেলিম উদ্দিনের লিখিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ইসলামী ব্যাংক বেসরকারি খাতের লিমিটেড কোম্পানি।

ব্যাংকের শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানটির মালিক। তারা নির্বাচিত পরিচালকদের পক্ষে ব্যাংকের স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন। ইসলামী ব্যাংকে সরকারের শেয়ার মাত্র শূন্য দশমিক ০০১৩ শতাংশ হওয়ায় ব্যাংকের কার্যক্রমকে ঢেলে সাজানোর জন্য সরকারের তরফ থেকে কোনো বিশেষ পদক্ষেপ বা কর্মসূচি নেওয়া সম্ভব নয়।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, কিছু অসৎ ব্যবসায়ী পণ্যের পরিমাণ, বর্ণনা, সংখ্যা, মূল্যে অসত্য তথ্য দিয়ে সরকারের রাজস্ব ফাঁকির অপচেষ্টা করে থাকে। রাজস্ব ফাঁকি বন্ধে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম অনলাইনে করার জন্য এরইমধ্যে দেশের সব কাস্টমস হাউস এবং গুরুত্বপূর্ণ ল্যান্ড কাস্টমস স্টেশনে অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডাটা ওয়ার্ল্ড স্থাপন করা হয়েছে।

পর্যায়ক্রমে বিভিন্ন দফতরের সঙ্গে এই সফটওয়্যারটির সংযোগ স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে কাস্টমস সম্পর্কিত কার্যক্রম অনলাইনে এনে করফাঁকির অপচেষ্টা প্রতিরোধ করা হচ্ছে।

** অর্থমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সমালোচনায় বাদশা
** ২৪ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে মোবাইল কোম্পানিগুলো

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।