ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গি কার্যক্রমে জ‌ড়িত অন্যদেরও নি‌ষিদ্ধ করা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
জঙ্গি কার্যক্রমে জ‌ড়িত অন্যদেরও নি‌ষিদ্ধ করা হবে

ঢাকা: আনসার-আল ইসলামের আগে আরও ৬ জ‌ঙ্গি সংগঠনকে নি‌ষিদ্ধ করা হয়েছে জা‌নিয়ে‌ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ‌টি এক‌টি চলমান প্র‌ক্রিয়া। যারাই সন্ত্রাসী, জঙ্গি কার্যক্রমে জ‌ড়িত থাকবে তাদের সবাইকে নি‌ষিদ্ধ করা হবে। 

‌রোববার (০৫ মাচ) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে বি‌টি‌সিএল আই‌ডিয়াল স্কুলের বা‌র্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখ‌ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

আনসার-আল ইসলা‌ম নি‌ষিদ্ধের কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, জ‌ঙ্গি সংগঠনটি আশু‌লিয়ায় ব্যাংক ডাকা‌তির ঘটনায় জ‌ড়িত ছিলো।

 

‌গ্রেফতার জঙ্গিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা উল্লেখ করে তিনি বলেন, জ‌ঙ্গি‌রা স্বীকার করেছে তারা জ‌ঙ্গি কার্যক্রমের অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ডাকা‌তি করে‌ছিলো।  

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, জ‌ঙ্গিদের বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা তৈরি হয়েছে। নিহত জ‌ঙ্গিদের বাবা-মায়েরা মরদেহ পর্যন্ত নিতে আসেন না। এতেই বোঝা যায় জ‌ঙ্গিরা সমাজে কতো ঘৃ‌ণিত হয়েছে।  

এসময় মন্ত্রী জঙ্গি কার্যক্রমে জ‌ড়িত অন্যদেরও নি‌ষিদ্ধ করা হবে বলে জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুন্নবী চৌধুরী শাওন এম‌পি, ৩৬ নং ওয়ার্ড কম‌শিনার তৈমুর ‌রেজা খোকন, রমনা থানা আওয়ামী লীগের সভাপ‌তি মোখলেছুর রহমান ও স্কুলের সভাপ‌তি মোহাম্মদ তৌ‌ফিক।

এর আগে রোববার (০৫ মার্চ) বিকেলে জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।